সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক পেজ-আইডি খুলে প্রতারণা, সতর্কবার্তা জারি

সোনার দেশ ডেস্ক ০৮ জানুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ন অর্থনীতি
সোনার দেশ ডেস্ক ০৮ জানুয়ারি ২০২৬ ০৯:০০ অপরাহ্ন
বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক পেজ-আইডি খুলে প্রতারণা, সতর্কবার্তা জারি

বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশে প্রতারণামূলক কার্যক্রম চালানোর অভিযোগে সাধারণ মানুষকে সতর্ক করেছে সংস্থাটি। বিশ্বব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনও ব্যক্তিকে সরাসরি ঋণ দেয় না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্যও সংগ্রহ করে না।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে— বিশেষ করে ফেসবুকে বিশ্বব্যাংকের নামে ভুয়া পেজ ও আইডি খুলে প্রতারণার ঘটনা ঘটছে। এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ‘ফি’ বা অন্যান্য খরচের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা বিশ্বব্যাংকের নাম, লোগো এবং মোবাইল ব্যাংকিং সেবার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনও প্রকল্প বা কার্যক্রমের সম্পৃক্ততা নেই।


বিশ্বব্যাংক আরও জানায়, কেউ যদি এ ধরনের প্রতারণার মুখোমুখি হন বা সন্দেহজনক কোনও যোগাযোগ পান, তাহলে অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


সংস্থাটি পুনরায় উল্লেখ করেছে, বিশ্বব্যাংক রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের সঙ্গে কাজ করে এবং ব্যক্তিপর্যায়ে কোনও ঋণ কার্যক্রম পরিচালনা করে না। তাই বিশ্বব্যাংকের নামে ব্যক্তিগত ঋণ, ফি প্রদান কিংবা আর্থিক তথ্য চাওয়ার যেকোনও দাবি প্রতারণা হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন