যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে জুনিয়র টাইগাররা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে তা ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখেই স্পর্শ করেছে যুবারা।
বি গ্রুপে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে ১৯৯ রানে গুটিয়ে দেয় তারা।
বল হাতে সেরা ছিলেন ইকবাল হোসেন ইমন। ৪১ রানে নেন তিনটি উইকেট। আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও রিজান হোসেনরা নেন দুটি করে। যে কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি যুক্তরাষ্ট্র।
জবাবে আত্মবিশ্বাসী সূচনা এনে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৪২ বলে ৪৭ রান করেন জাওয়াদ। আর রিফাতের ব্যাট থেকে আসে ৫৫ বলে ৩০ রানের ইনিংস। তাদের ৭৮ রানের জুটিতে স্বস্তিতে এগোয় বাংলাদেশের ইনিংস।
৮৮ রানের মধ্যে ওপেনারদের বিদায়ের পর অধিনায়ক আজিজুল হাকিম দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস সামলেছেন। ৮২ বলে খেলেন ৬৪ রানের ইনিংস। জয়ের কাছে থাকা অবস্থায় বিদায় নেন তিনি। তার পর ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কালাম সিদ্দিকি (৩০*) এবং রিজান হোসেন (২০*)।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন